৳ 180.00
শ্রমিক এবং প্রতিষ্ঠানের সম্পর্কটা গভীর তাৎপর্যময় । শ্রমিক তার কায়িক এবং বুদ্ধিবৃত্তিক শ্রম দিয়ে প্রতিষ্ঠানকে সচল রাখে । প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শ্রমিকের শ্রমের নির্যাসের ওপর । তাই শ্রমিকের অধিকার মানবাধিকার । শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকারের নানাবিধ দিক এই গ্রন্থে বিধৃত হয়েছে বেশ স্পষ্ট করে সরল গদ্যে যাতে অল্পশিক্ষিত শ্রমিক যেমন পাঠ উপলব্ধি করতে পারবেন তেমনি সাধারণ পাঠকও। শিল্পবিকাশে বিদ্যমান শ্রম আইন সংশােধনের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপিত হয়েছে । এছাড়া জাহাজ-ভাঙ্গা শ্রমিক, পােশাক কারখানার শ্রমিক, হােটেল-শ্রমিক সহ নানা পেশার শ্রমিকদের নানা সমস্যার কথা উঠে এসেছে এই গ্রন্থে। কোন্ কোন ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে এবং কেন হচ্ছে এবং এর উত্তরণের কী উপায় এইসব মৌলিক বিষয়গুলাে অত্যন্ত জোরালাে ভাবে উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে ।