বাংলাভাষা পরিচয়

৳ 200.00

রবীন্দ্রনাথ ঠাকুরছাত্র পাঠকদের প্রতিশিরোনামে এই বইয়ের ভূমিকায় বলেছেন, মানুষের মনোভাব ভাষাজগতের যে অদ্ভুত রহস্য আমার মনকে বিস্ময়ে অভিভূত করে তারই ব্যাখ্যা করে এই বইটি আরম্ভ করেছি তার পরে, এই বইয়ে যে ভাষার রূপ আমি দেখাতে চেষ্টা করেছি, তাকে বলে বাংলার চলিত ভাষা আমি তাকে বলি প্রাকৃত বাংলা সংস্কৃতের যুগে যেমন ভিন্ন ভিন্ন প্রাকৃত প্রচলিত ছিল, তেমনি প্রাকৃত বাংলারও নানা রূপ আছে বাংলার ভিন্ন ভিন্ন অংশে এদেরই মধ্যে একটা বিশেষ প্রাকৃত চলেছে আধুনিক বাংলাসাহিত্যে এই প্রাকৃতেরই স্বভাব বিচার করেছি এই বইয়ে