৳ 150.00
১২৯২ বঙ্গাব্দে বালক পত্রে আর ১২৯৩ সনে গ্রন্থাকারে ‘রাজর্ষি’ প্রকাশিত হয়। রাজর্ষি উপন্যাসের প্রথমাংশ থেকে নাট্যাকারে রচিত বিসর্জন ১২৯৭ সনে প্রথম। প্রকাশিত হয় । বিশ্বভারতী কর্তৃক বিসর্জন নাটকের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩৩৩ সনে ।।
রবীন্দ্রনাথের প্রযোজনায় কলকাতার ‘এম্পায়ার থিয়েটার’-এ বিসর্জন নাটকের যে মঞ্চায়ন হয় তাতে বর্ষীয়ান কবি নিজেই যুবক জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ, কাব্যগ্রন্থাবলি ও দ্বিতীয় সংস্করণের আধারে, নতুন একটি সংস্করণ প্রণয়ন করেন- তা বর্তমানে পুনমুর্ধিত হয়ে আসছে ।