- Publish Date: February 2012
- Page No: 208
- Size: 5.5×8.5
- Binding: Hard Cover
- ISBN No: 978 984 04 1442 0
শেখ হাফিজুর রহমানের কবিতা
৳ 400.00
একজন কবির কবিতায় বিদ্যমান সমাজ জীবন, সময় ও সমকাল প্রকৃতি প্রেম দ্রোহ-বিক্ষোভ প্রতিবেশ পৃথিবী স্বতঃস্ফূর্তভাবে স্থান করে নেয় বিষয়-বিন্যাসে ও নানা মাত্রায়। কবি শেখ হাফিজুর রহমানের কবিতায়ও সময় ও সমকাল প্রেম প্রকৃতি ক্ষোভ-বিক্ষোভ প্রভৃতি স্থান করে নিয়েছে অনিবার্য নিয়মে। তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে প্রণয় ও দ্রোহ। প্রেম ও বিদ্রোহের কবিতায় শেখ হাফিজুর রহমান ইতোমধ্যে যা রচনা করেছেন তা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছে গেছে। তাঁর দ্রোহের কলস্বরে প্রায় সমসংখ্যক প্রণয়ের কবিতা থাকলেও প্রেমের মোহন সুর অনেকটা চাপা পড়েছে। কিন্তু প্রণয়ের অনল ছাইচাপা আগুনের মতো নীরবে থাকে কবিতার শরীরে। চাইলেও এড়িয়ে যাওয়া সম্ভব হয় না সেই উত্তাপ। শেখ হাফিজুর রহমানের কবিতায় প্রণয় প্রকৃতি এবং দ্রোহের যে অনল তা বদ্বীপ বাংলাদেশকে ঘিরেই আবর্তিত বিবর্তিত ও বিকশিত হয়েছে। তাঁর শিল্পিত উচ্চারণে কখনো স্বদেশপ্রাতী কখনো স্বাধীনতা সংগ্রাম ব্যক্তিগত অনুভূতির দর্পণে লাভ করেছে বিশেষ মাত্রা। তিনি পরিপার্শ্বের জীবনবাস্তবতাকে ব্যক্তিগত অভিজ্ঞতার দর্পণে সব সময়ই লিরিকের অপূর্ব সূরে ও ধ্বনির সমন্বয়ে সাবলীল ও স্বতন্ত্র ঢঙে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শব্দের পর শব্দ সাজিয়ে অন্তর্গত সত্য তথা শিল্পীর আর্কেটাইপি স্তরের চেতনাকে প্রকাশ করতে চান তিনি সচেতন কাব্যপ্রয়াসে। গবেষণাধর্মী এ গ্রন্থে কবি শেখ হাফিজুর রহমানের কবিতার সামগ্রিক বিষয়-বৈচিত্র্য নিয়ে অনুপুঙ্খ আলোচনা ও মূল্যায়ন যৌক্তিক ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন অনুপম হাসান নির্মোহ ও নিরপেক্ষ গবেষকের দৃষ্টিভঙ্গিতে। আমাদের প্রত্যাশা এ গ্রন্থের মাধ্যমে শেক হাফিজুর রহমান বাংলাদেশের কবিতাঙ্গনে পরিচয়ের সাথে মূল্যায়িত হবেন স্বীয় কর্মের জন্য এবং যথাযোগ্য মর্যাদায় তাঁর প্রাপ্য আসন লাভ করবেন।