বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু

৳ 1,500.00

বাঙালি জাতির সাহিত্য,সংস্কৃতি, ও মূল্যবোধ সম্পর্কে প্রতিটি বাঙালির ধারণা থাকা আবশ্যক।অতি প্রাচিনকাল থেকে এই জাতি ও দেশ বিভিন্নভাবে বিদেশি আগ্রাসনের শিকার হয়েছে। যার ফলে বাঙালির সাহিত্য, সংস্কতি, ঐতিহ্য, মূল্যবোধ আগ্রাসনের রোষানল থেকে রেহাই পায়নি। শতসহস্র প্রতিকুল ও বরী অবস্থার মধ্যেও বাঙালির সাহিত্য ও সংস্কৃতি, রাজনৈতিক চর্চা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে।এসব ক্ষেত্রে দেশের ভান্ডার সমৃদ্ধ হয়েছে প্রভূতভাবে। যুগে যুগে জ্ঞানী গুনী, পন্ডিত, কবি-সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজা-বাঁদশাহ-সুলতান বাংলাদেশ ভূখণ্ড এবং এদেশের মানুষের রাজনৈতিক অর্থনীতিক চিন্তা চেতনা ও মাননকে প্রভাবন্বিত করে এমন অনেক কাজ করছেন। সে সকল কাজের প্রতিফলন ঘটেছে কবি-সাহিত্যিক, পন্ডিতগণের লেখায়, সংস্কৃতিসেবী শিল্পীদের বিভিন্ন নৈপূণ্যপূর্ণ শিল্পকর্মে। বাঙালি জাতির সমৃদ্ধশালী ঐ তিহ্যের প্রতিফলন বিভিন্ন মাধ্যমে হয়েছে।সাহিত্যক্ষেত্রে বাঙালি ঐতিহ্যের যে –প্রতিফলন তা তুলেধরার জন্য আমরা এই সংকলন –গ্রন্থ প্রণয়নে প্রয়াসী হয়েছি।বাংলা সাহ্যিক্ষেত্রে বিভ্ন্নি বিষয়ের উপর লেখা প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাসে সমৃদ্ধ। এসব লেখায় রাজনৈতিক, বিষয়াবলি যেমন আছে,তিমনি সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়বস্তুও আছে। এক কথায় জাতির ইতিহাসের সকল ক্ষেত্রই সাহিত্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে ঐতিহ্যমন্ডিত এসব সাহিত্যকর্ম ছড়িয়ে –ছিটিয়ে রয়েছে নানান স্থানে। বাংলা ভাষার অশেষ তথ্যসমৃদ্ধ এসব লেখার মধ্যে থেকে বাছাই করে শতাধিক প্রবন্ধ, গল্প, কবিতা এই সংকলন- গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংকলিত প্রবন্ধ, রচনা, গল্প, কবিতার মধ্যে সমকালীন সমাজ, রাষ্ট্রনীতি, জীবন-রীতি, সংস্কৃতির পরিচিতি পাওয়া যাবে। বাঙালি, বাংলাদেশ, ভাষার, ঋতু-বৈচিত্র্য,  বাউল- সন্ন্যাসীর সুর, শক-হুন-পাঠান-মোগল –বর্গীদের নিপীড়ন, ব্রিটিশ-বিরোধূ আন্দোলন, ভারত –বিভাগ, পাকিস্তানি শোষকদের অত্যাচার-নির্যাতন, বাংলাদেশর স্বাধীনতা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ পাকিস্তানি দোসরদের দীর্ঘ একুশ বছরের দুঃশাসন ইত্যাদি বিষয়ক বিভিন্ন লেখা এই সংকলন-গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। তবে উল্লিখিত বিষয়ের সব লেখা নয়, বাছাই  করে প্রায় সাড়ে পাঁচশত পৃষ্ঠার এই বইয়ের মাত্র কিছুসংখ্যাক লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে বাঙালি জাতি ও বাংলাদেশের পরিচয় পাঠক খুজে নিতে সক্ষম হবে।