৳ 150.00
দেশ ও কালের প্রয়োজনীয় সীমান্ত অতিক্রম করেও কবিতিা আজ অগ্রসর বিশ্ব-স্বীকৃত সর্বজনীন আভা ও আর্ত উচ্চারণের দিকে। সব কবি নয়, ‘সতত ডানার মানুষে’-এর কবি সেই শির্পিত ও চিরন্তনের মেলবন্ধন ঘটিয়েছেন স্পর্ধার সঙ্গে। সমকালীন শুদ্ধতম কবির মর্যাদা ও আগামী দিনের বাংলা কবিতার পরিচ্ছন্ন প্রদীপ্ত সময়ের সাহসী উচ্চারণের অন্যতম পথিকৃৎ হিসেবে তাঁর সৃষ্টি চিরায়তের সম্মান অর্জন করে নিয়েছে তখনই। নিঃসন্দেহে এই কাব্যগ্রন্থ বাংলা কবিতার এক অগ্রসর প্রথম প্রত্যুষ। গ্রন্থের অতিরিক্ত উজ্জ্বলতা সমকালীন প্রচ্ছদ শিল্পের বিস্ময় ও অভিজাত স্বাতন্ত্র্যের নায়ক শিল্পী খালিদ আহসানের অসামান্য প্রচ্ছদও আঁকা- যা-গ্রন্থের আবেদনকে আরও প্রখর ও পৃথক মাত্রা সংযোজিত করেছে।