৳ 200.00
Solitary, nasty, short and brute’ – একটি সামাজিক অবস্থা থেকে বের হয়ে ‘Life, liberty, property and pursuit of happiness’ – এর লক্ষ্যে মানুষ রাষ্ট্র ও আইন কাঠামো সৃষ্টি করে,নিজেকে তার অধীন করেছে।কিন্তু সে লক্ষ্য নিরবচ্ছিন্নভাবে অর্জিত হয়নি বা মানুষ তা ভোগ করছে না।এটি একদিকে জননিরাপত্তার প্রশ্ন,অপরদিকে সভ্য-সংস্কৃত জীবন-যাপন উপযোগী অন্যান্য সেবার প্রশ্ন । এ বইটি এ বিষয়গুলোর নানা আঙ্গিক ও প্রকরণে আলোচিত ।